আজ বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিখ্যাত আলেম, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
গত বছরের এই দিনে আল্লামা সাইদীর ছেলে মাসউদ সাইদী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআনের পাখি রাত ৮টা ৪০ মিনিটে তার পৃথিবী সফর শেষ করে।
এর আগে এক স্ট্যাটাসে তিনি বলেন, 'আল্লাহ রহমতের মালিক। আব্বার অবস্থার অবনতির খবর আমরা পাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন নিষ্ঠুর আচরণ করছে। তারা আমাদের কোনো তথ্য দিচ্ছে না, আমাদের অসহায় করে রেখেছে। তারা আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমরা আবার আব্বা হার্ট অ্যাটাকের খবর পাচ্ছি। ঈশ্বর, তোমার প্রতি রহম করুন। আল্লামা সাইদীকে দান করুন।
এর আগে গত বছরের ১৩ আগস্ট বিকেলে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে আল্লামা সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেলাওয়ার হোসেন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বন্দি ছিলেন। সেখানে থাকা অবস্থায় ১১ আগস্ট বিকেল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করেন জামায়াত নেতা। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর ১৫ আগস্ট ভোর ৫টা ৪০ মিনিটে আল্লামা সাইদীর মরদেহ নিথর গাড়িতে করে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। এ সময় লাশ বহনকারী গাড়ির চারপাশে ছিল পুলিশি নিরাপত্তা। পুলিশি পাহারায় হিমায়িত গাড়ি পরিবর্তন করে তাকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়।
আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী
0
August 14, 2024